কারখানার সামনে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন সেনাবাহিনীর সদস্যরা। আজ গতকাল রোববার সকাল ৯টার দিকে সাভারের আশুলিয়ার নরসিংহপুর এলাকার ছবি। ঢাকার সাভারের আশুলিয়ার শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি আজ রোববার অনেকটাই স্বাভাবিক। তবে শ্রমিক বিক্ষোভ ও ভাঙচুরের জেরে আজ ২০টি শিল্পকারখানা বন্ধ ও ছুটি আছে বলে জানিয়েছে আশুলিয়ার শিল্পাঞ্চল পুলিশ-১। শিল্প পুলিশ জানায়, আজ সকালে নির্ধারিত সময়ে কাজে যোগ দিয়েছেন বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকরা। তাঁরা শান্তিপূর্ণভাবে কাজ করছেন। তবে আজও শ্রম আইন অনুযায়ী ১৮টি কারখানা বন্ধ আছে এবং সাধারণ ছুটি আছে ২টি কারখানায়। এর মধ্যে ওষুধ ও চামড়াজাত পণ্য প্রস্তুতসহ বিভিন্ন ধরনের কারখানা আছে। তবে অধিকাংশই তৈরি পোশাক কারখানা। চলমান শ্রমিক অসন্তোষ নিরসনের পরিপ্রেক্ষিতে শ্রম–সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ ও পর্যালোচনা কমিটির সদস্যরা আজ তৈরি পোশাক কারখানা পরিদর্শন করছেন। সকালে আশুলিয়ার কাঠগড়া, জিরাবো, নরসিংহপুর, জামগড়া এলাকা ঘুরে দেখা যায়, বিভিন্ন কারখানার সামনে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। সড়কে টহল দিচ্ছেন সেনাবাহিনী, বিজিবি ও র্যাব সদস্যরা।