রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু হয়েছে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আজ মঙ্গলবার বেলা আড়াইটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ ডেকেছে বিএনপি।
জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক সেলিম রেজার কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়।
সমাবেশ উপলক্ষে দুপুরে থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে আসতে থাকেন।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে দলটির নেতা-কর্মীরা।
সমাবেশ ঘিরে ইতিমধ্যে নয়াপল্টনে নেতা-কর্মীদের ঢল নেমেছে।
রোদ উপেক্ষা করে এখনো মিছিল নিয়ে নয়াপল্টনে আসছেন নেতা-কর্মীরা।
নেতা-কর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত পুরো এলাকা। নেতা-কর্মীরা মাথায় জাতীয় পতাকা বেঁধে, হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে সমাবেশস্থলে অবস্থান করছেন।
সমাবেশ মঞ্চে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাদের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তাদের বিএনপির দলীয় সংগীত ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’-সহ বিভিন্ন দেশাত্মবোধক গান পরিবেশ করতে দেখা গেছে।
সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন, কাকরাইল, মালিবাগ, শান্তিনগর, বিজয়নগর, ফকিরাপুল, আরামবাগ এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে।
সমাবেশ মঞ্চে বিএনপির নেতারা
সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর বক্তব্য দেখানোর জন্য মঞ্চ ও নাইটিঙ্গেল মোড়ে লাগানো হয়েছে ডিজিটাল ডিসপ্লে।
সমাবেশে সভাপতি করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া বিএনপি স্থায়ী কমিটির সদস্য সহ জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেবেন।
১৫ সেপ্টেম্বর এই সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তারিখ পরিবর্তন করা হয়।