1. prokashsarker380@gmail.com : দৈনিক বাংলাদেশ পত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. info@www.dainikbangladeshpatrika.com : দৈনিক বাংলাদেশ পত্রিকা :
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ১২:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
সিরাজদিখানে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠান সম্পন্ন। মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন রাসেল রহমান (লিটন)। তাহিরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান। মফিজার রহমান রাজু ভাইয়ের পক্ষ থেকে সকল শহীদদের জানাই বিনম্রশ্রদ্ধা। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাহিরপুর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে বণাঢ্য র‍্যালি। রাজনৈতিক দলের মামলায় সাংবাদিক না জড়ানোর আহবান। ঐতিহ্যবাহী ডিমলায় ক্রীড়া সংসদের কমিটি গঠন। প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ২৭ রাষ্ট্রদূতের বৈঠক। বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্ণহার থানার আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত। বিজয় দিবস উপলক্ষে প্রীতি ফুটবল টুনামেন্ট ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত।

মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল কে গণপিটুনিতে হত্যার অভিযোগ

মোঃ জামাল হোসেন, স্টাফ রিপোর্টার, সাভার
  • প্রকাশিত: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪২ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনিতে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল (৩০) নামে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বরগুনার পাথরঘাটায় তার বাড়িতে চলছে শোকের মাতম। এদিকে তাকে হত্যার আগে পরিবারের কাছে ২ লাখ টাকা দাবি করা হয়েছিলো বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, তোফাজ্জল পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের তালুকের চরদুয়ানী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। ৪ বছর আগে নিহত তোফাজ্জল প্রেম সংক্রান্ত ব্যাপারে আঘাত প্রাপ্ত হয়ে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। মানসিক ভারসাম্য হারানোর আগে তিনি উপজেলার কাঁঠালতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন। কয়েক বছরের মধ্যেই তোফাজ্জলের মা, বাবা ও একমাত্র বড় ভাইও মারা যান। যার কারণে পরিবার ও অভিভাবক হীন হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেন তোফাজ্জল। তবে বেশ কয়েক বছর যাবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় ঘুরে ফিরে খাবার খেতে দেখা গেছে তোফাজ্জল কে।
তোফাজ্জল পাথরঘাটা উপজেলার লেমুয়া সৈয়দ ফজলুল হক ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পাস করে, এরপরে বরিশাল বিএম কলেজ থেকে বাংলা বিষয়ে অনার্স মাস্টার্স শেষ করে বঙ্গবন্ধু ল কলেজে অধ্যায়নরত ছিলেন। এ  অবস্থায়ই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন।
তোফাজ্জলের চাচাতো ভাই ফারুক হোসেন বলেন, আমরা আজ সকালে শুনেছি তোফাজ্জলকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এখন ঢাকা মেডিকেলে ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে। সঙ্গে আছেন চাচাতো ভাই শাহাদাত হোসেন। থানার আনুষ্ঠানিকতা শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন। লাশ আনার পর জানাজা শেষে বাবা মায়ের পাশে দাফন করা হবে।
এদিকে তোফাজ্জলের বড় ভাই এ এস আই নাসির উদ্দিনের স্ত্রী শরিফা আক্তার জানান, তোফাজ্জলকে মারধরের সময় একটি ফোন করে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করছিলেন একজন। আমাদের টাকা দেয়ার মত সমর্থন না থাকায় টাকা পাঠাতে পারিনি। আমরা মনে করছি এই টাকার জন্যই তোফাজ্জলের প্রাণ চলে গেছে।
তিনি আরও বলেন, পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শহিদুল ইসলামের ছোট মেয়ে টিনার সঙ্গে চার বছর ধরে তোফাজ্জলের প্রেমের সম্পর্ক ছিল। প্রেমে ব্যর্থ হয়ে মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলে।
তোফাজ্জলের চাচা ফজলুল হক বলেন, তোফাজ্জলকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই। তিনি আরও বলেন, তার বাবা আবদুর রহমান মারা গেছেন ২০১১ সালে, মা বিউটি বেগম মারা যান ২০১৩ সালে এবং ভাই নাসির উদ্দিন পুলিশের এএসআই মারা যান ২০২৩ সালে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট