এক দফা দাবিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মির্জাপুর, টাঙ্গাইল সহ সারা দেশে এই কর্মবিরতি পালন করে।
তাদের এক দফার দাবি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে সকল ক্যাডার কর্মকর্তাদের অপসারণ পূর্বক উক্ত পদগুলোতে নার্সিং কর্মকর্তাদের যোগ্যতা ভিত্তিতে পদায়নের ১ দফা দাবিতে আজ ৩০/০৯/২৪ ( সোমবার) সকাল ৯.০০ টা থেকে দুপুর ১২.০০ টা পর্যন্ত কর্মবিরতি পালন করে। নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ, টাঙ্গাইল জেলা শাখার (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,মির্জাপুর)এর দায়িত্ব প্রাপ্ত নার্স ও মিডওয়াইফরা দৈনিক বাংলাদেশ পত্রিকা কে জানায় দাবি মেনে নেওয়া না হলে একই ভাবে ০১/১০/২৪(৩ ঘন্টা) , ০২/১০/২৪(৫ ঘন্টা) একই ভাবে সারাদেশের মতে কর্মবিরতি পালন করা হবে।
সংশ্লিষ্টরা আরও জানায় ০২/১০/২৪ এর মধ্যে দাবি মেনে না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।