০১ অক্টোবর ২০২৪ খ্রীঃ ফেনী জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে পুলিশ লাইন্স ড্রিল শেডে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৪ উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভার আয়োজন করে জেলা পুলিশ, ফেনী। উক্ত মত বিনিময় সভায় পূজা উদযাপন কমিটির জেলা ও উপজেলা পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি বর্গের সাথে পুলিশ সুপার মহোদয় মতবিনিময় করেন।
মতবিনিময়কালে পুলিশ সুপার আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৪ উদযাপন উপলক্ষে সরকারি নির্দেশনা মোতাবেক যথাযথ ভাবে আইন শৃংখলা রক্ষায় জেলা পুলিশ ফেনী কর্তৃক প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয় উল্লেখ করেন। উক্ত মত বিনিময় সভায় আনসার ও ভিডিপি প্রতিনিধি জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা এবং ইলকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।