মোঃ জামাল হোসেন, স্টাফ রিপোর্টার,ঢাকা
বাংলাদেশ নাগরিক জোট বিএনজে জুলাই আগস্ট এর চূড়ান্ত ৫ আগস্ট ২০২৪ ছাত্র জনতার তীব্র লড়াই ও ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে ১৯৭১ সালের যে স্বাধীনতার যে আশা আকাঙ্খার সৃষ্টি হয়েছিল, তার পূনতা দিতে ৫ আগস্ট ২০২৪ এর পটভূমিতে সেই দারখুলে গেছে। এই মহান সময় ও সুযোগে স্বাধীন বাংলাদেশের নতুন কাঠামোতে একটি জনগনের বাস্তব ভূমিকা রাখবে সেই সংবিধান লেখার সময়। ব্যরথ হলে বাংলাদেশ অন্ধকারে নিম্নজিত হবে।
প্রস্তাব -১। রাষ্ট্রপতি শাসিত সরকার গঠন হওয়া জরুরী মনে করে বিএনজে। রাষ্ট্রপতি জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হতে হবে, এই বিধান করতে হবে।
ক) রাষ্ট্রপতির কার্যাবলী তা সুনিদিষ্ট করতে হবে। খ) রাষ্ট্রপতির প্রথম কক্ষের সর্বচ্চ নেতা তথা সরকার প্রধান হবেন।
প্রস্তাব- ২। দ্বিতীয় কক্ষ বিশিষ্ট সংসদ পদ্ধতি চালু করতে হবে। দ্বিতীয় কক্ষের প্রধান হবেন একজন প্রধানমন্ত্রী নিধারিত সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন এবং তিনি রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের অনুমোদিত কার্য কারনগুলো সম্পন্ন করবেন।
প্রস্তাব -৩।সংরক্ষিত নারী আসন বাতিল ঘোষণা করতে হবে। প্রয়োজনে সংসদীয় আসন সংখ্যা বাড়ানো যায় সেই পদক্ষেপ নেয়া।
প্রস্তাব- ৪।প্রধানমন্ত্রী পদে সংসদীয় সদস্যদের ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন। তেমনি তার বিপক্ষে কোন নির্বাচিত সংসদ সদস্য অনাপত্তি সংসদে উপস্থাপন করতে পারবেন সংসদের মাননীয় স্পীকার এর মাধ্যমে। মাননীয় স্পীকার প্রস্তাবটি মাননীয় সংসদ সদস্যদের সেই প্রস্তাবের উপর সংসদ সদস্যদের ভোটাভুটির জন্য সময় উপস্থাপন করতে পারবেন বা হতে হবে।
প্রস্তাব- ৫। পার্বত্য পরিষদ বিলুপ্ত ঘোষণা করতে হবে এবং সকল নাগরিকদের
সমঅধিকার ভোগ করার ন্যায় প্রতিষ্ঠা করা। সমতল পাহাড়ি জনগোষ্ঠী বলতে কোন বিশেষ সুযোগ প্রদান করা থেকে নতুন সংবিধানে স্পষ্টভাবে বিধান আনায়ন করতে হবে।
প্রস্তাব – ৬। দ্বৈত নাগরিক এর ক্ষেতে, বাংলাদেশের কোন নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবে না মর্মে বিধান রাখতে হবে।
প্রস্তাব -৭। স্থানীয় সরকার এর অর্থাৎ ইউনিয়ন পরিষদের বাৎসরিক আয় ব্যয়ের বাজেট জনসম্মুখে প্রকাশ করতে হবে। এই বিধান আছে বটে কিন্তু সঠিকভাবে তুলে ধরা হয়নি এই বিষয় গুরুত্ব আরোপ করা, করতে হবে।
প্রস্তাব -৮। সরকারি সাময়িক প্রতিষ্ঠান থেকে কেউ অবসারপ্রাপ্ত কর্মকর্তা বা কোন ব্যাক্তি ৫ বছরের আগে কোন জনপ্রতিনিধি হিসাবে নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবে না মর্মে বিধান রাখতে হবে।
প্রস্তাব -৯। রাজনৈতিক দলের নিবন্ধন আইনএর এই মর্মে বিধান রাখতে হবে, জাতীয় নির্বাচনের আগে নয়। নিবন্ধনের জন্য সবসময় আবেদন করতে পারে, এই বিধান করতে হবে।
এইচ, সিদ্দিকুর রহমান খোরশেদ
প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান
বাংলাদেশ নাগরিক জোট বিএনজে