নিজস্ব প্রতিবেদন
সামরিক ড্রোন কিনতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে চুক্তি করেছে ভারত। গত মঙ্গলবার দুইদেশের মধ্যে ঐ চুক্তি করা হয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন ঐ চুক্তির আওতায় ওয়াশিংটনের কাছ থেকে ৩১ টি সশস্ত্র এমকিউ -৯বি স্কাই – গার্ডিয়ান এবং সি- গার্ডিয়ান হাই অল্টিচিউড লং এনডিউরেন্স ড্রোন কিনবে নয়াদিল্লি।