মোঃ জামাল হোসেন, সাভার প্রতিনিধি
আশুলিয়া থানা শাখা ইয়ারপুর ইউনিয়নের বাংলাদেশ ছাএ অধিকার পরিষদ কমিটির দায়িত্ব থেকে বহিষ্কার করেছেন ৩ জনকে। আশুলিয়া থানা শাখার নির্বাহী পরিষদের সিন্ধান্ত মোতাবেক সাংগঠনিক বহির্ভূত ও সাংগঠনিক বিতর্কিত
কার্যক্রমের সাথে জড়িত থাকার অভিযোগ পেয়ে এবং তা যাচাই বাছাই করে ৩ জন কে বহিষ্কার করেছেন তাদের মধ্যে সাইফ খান ( যুগ্ম সদস্য সচিব) রাফসান( যুগ্ম সদস্য সচিব) রবিন মোল্লা ( কার্যকরী সদস্য) রাসধান আহমেদ শান্ত,
(দপ্তর সম্পাদক আশুলিয়া থানা) বাংলাদেশ ছাএ অধিকার পরিষদ, তার নির্দেশনায় তাদের কে দুপুর ২,৩০ মিনিটে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। আশুলিয়া থানার ছাত্র অধিকার পরিষদের সভাপতি রাকিব ভূইয়া বলেন- ছাত্র অধিকার পরিষদ যেটা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এই ছাত্র অধিকার পরিষদ প্রতিটা নাগরিকের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ায়
দায়বদ্ধ। আমরা ছাত্র অধিকার পরিষদ নতুন ধারার রাজনীতি করতে চাই, বাংলাদেশে একটি কথা পরিচালিত আছে I hate Politic সেখান থেকে তরুণ প্রজন্মকে সুস্থ ও পরিছিন্ন রাজনীতি উপহার দিয়ে ভবিষ্যৎ রাজনীতিকে i love politic রুপান্তর করতে চাই, বিগত রাজনীতি চলে আসছে হানাহানির রাজনীতি আমরা নতুন রাজনীতি দেশের মানুষকে উপহার দিতে চাই তাই আগামী দিনের ভবিষ্যত আমরা কোন অন্যায় মেনে নিতে পারিনা। বৈষম্যবিরোধী ছাএ আন্দোলনে যারা শহিদ হয়ে দেশ স্বাধীন করেছেন তাদের শ্রম এবং রক্ত বৃথা হতে দেয়া যাবেনা। আরও বলেন মাদক মুক্ত দেশ গড়তে হবে চাঁদাবাজী থেকে শুরু করে সকল অপকর্ম বন্ধ করতে হবে। রাকিব ভূইয়া বলেন – সাংগঠনিক বিতর্কিত কার্যক্রমের সাথে জড়িত থাকার অভিযোগ পেয়ে
সাইফ খান ,রাফসা, রবিন মোল্লা কে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।