সজীব শিক্ষা পরিবার কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা ২০২৪। বিপুল উৎসাহ ও উদ্দীপনায় সজীব শিক্ষা পরিবার সহ অনান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীর অংশগ্রহনে আনুষ্ঠিত হল কোমলমতি শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার মাপকাঠি নিরিক্ষনের লিখিত পরীক্ষা।
#ফলাফল প্রকাশঃ ২০ ডিসেম্বর ২০২৪।
★প্রথম পুরস্কার ল্যাপটপ, ২য় পুরস্কার ট্যাব, ৩য় পুরস্কার ট্যাব। এছাড়া শাখা ভিত্তিক ১৫% ট্যালেন্টপুল ও ২০ % সাধারন গ্রেডে বৃত্তি প্রাপ্তি যাদের নগদ অর্থ,সার্টিফিকেট ও ক্রেস্ট প্রাপ্তি। সজীব শিক্ষা পরিবারের চেয়ারম্যান স্যার, সকল শ্রেণি পরিচালক ও শিক্ষকদের পক্ষ হতে অনেক অনেক শুভ কামনা ও অভিনন্দন রইলো অংশগ্রহনকারী সকল শিক্ষার্থীদের জন্য।
সজীব ক্যাডেট স্কুল , পাকুল্যা শাখা।