মোঃ রিয়াদুল ইসলাম জামাল, স্টাফ রিপোর্টার, সাভার
ভারতে বাংলাদেশ হাইকমিশনে হিন্দুত্ববাদী উগ্রপন্থিদের হামলা ও ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন গন অধিকার পরিষদের বিভিন্ন পরিষদের ব্যাক্তিবর্গ। ৬ ডিসেম্বর রোজ শুক্রবার জুম্মার নামাজ শেষে আনুমানিক ৩,৩০ মিনিটে ধামরাই কালামপুর বাস স্টেশনে এই বিক্ষোভ করেন তারা। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি গাজী রুবেল রানা, উক্ত বিক্ষোভ মিছিলের সভাপতিত্ব করেন – ধামরাই উপজেলার বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ রুহুল আমিন। আরো উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আবু- রায়হান। ধামরাই উপজেলার বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আল- আমিন মাহমুদ। ধামরাই উপজেলা গন অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক – হাবিবুর রহমান। গন অধিকার পরিষদের সদস্য সচিব – আবু সাইদ বাদশা। ঢাকা জেলা গন অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক – মোঃ ইস্রাফিল খোকন। ধামরাই উপজেলার ছাএ অধিকার পরিষদের আহ্বায়ক আশুকুর রহমান। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন পরিষদের নেতা কর্মীরা। এ সময় ধামরাই যুব অধিকার পরিষদের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে কালামপুর বাজারে এসে বিভিন্ন নেতা কর্মীরা সংখিপ্ত বক্তব্য দিয়ে এবং কিভাবে বাংলাদেশ কে এগিয়ে নেয়া যায় এইসব আলোচনার মাধ্যমে বিক্ষোভ মিছিল সমাপ্তি ঘোষণা করেন।