বাংলাদেশ নাগরিক জোট- বিএনজের চেয়ারম্যান এইচ সিদ্দিকুর রহমান খোরশেদ এর সোশাল মিডিয়া ফেসবুকের মেসেঞ্জারে দুইটা ভয়েজ এবং একাধিক টেক্সট পাঠিয়ে মুঠোফোনে মেরে ফেলার হুমকি দেয় ৫নং কাঁকড়া বুনিয়ার ৮ নং ওয়ার্ড এর মেম্বার আউয়াল বিশ্বাসের ছোট ছেলে ইমন বিশ্বাস, নানা অপরাধে অভিযুক্ত, তার সকল বিষয় পরিচালনা করে জব্বার হাওলাদার। এলাকায় জব্বারের কিশোর গ্যাং নামে পরিচিত। গ্রামেই না শুধু ঢাকা, মহাখালী, বনানী গুলশান এলাকায় এই কিশোর গ্যাং জব্বার পরিচালনা করে থাকে। এইচ, সিদ্দিকুর রহমান খোরশেদ বলেন এর আগে আমি বাড়িতে গিয়েছিলাম। বেদারক ভাবে আমাকে কিল ঘুশি লাথি মারে আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে ছিলো এই কিশোর গ্যাং। জব্বার হাওলাদার ও তার এই কিশোর গ্যাং এর ভয়ে প্রতিটি মুহুর্ত আতঙ্কে থাকেন বলে জানান।