আজ ০৫ অক্টোবর ২০২৪ “শনিবার” ফেনী মিজান রোডস্থ “গ্রান্ড হক টাওয়ার” প্রাঙ্গনে আয়োজন করা হয়েছে “গণত্রাণ সংগ্রহ কর্মসূচী”। সকাল ১০টায় শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলবে এই “গণত্রান সংগ্রহ কর্মসূচী”। নিজেদের বন্যার ক্ষত এখনো না শুকালেও, আমাদের দুঃসময়ে যারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল- আমরাও আমাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ টুকু দিয়ে তাদের পাশে দাঁড়াতে চাই। উজ্জ্বল করতে চাই ফেনীর নাম।
রাজনৈতিক ব্যাক্তিত্ব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সরকারী – বেসরকারী প্রতিষ্ঠান, ব্যবসায়ী ব্যাক্তি ও প্রতিষ্ঠান, ছাত্র-শিক্ষক সহ সকল শ্রেনী-পেশার মানুষ সহ সকলের নিকট অনুরোধ সবাই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুন। অংশ গ্রহন করুন “গনত্রাণ সংগ্রহ কর্মসূচীতে”। আমরা প্রমান করতে চাই ফেনীর মানুষ সাময়ীক অসুবিধায় থাকলেও “অমানবিক নই”।
দেশের যে কোন প্রয়োজনে আগে আমরা যতটা সহযোগী ও মানবিক ছিলাম-এখন আরো বেশী মানবিক হবো ইনশাআল্লাহ।
আপনার সামর্থ্য অনুযায়ী নিয়ে আসুন- প্রয়োজনে এক টাকা নিয়ে আসুন-আমরা আপনার অংশ গ্রহন সাদরে গ্রহন করবো।