তমিজ উদ্দিন চৌধুরী, ফেনী প্রতিনিধি।
ফেনী সদর উপজেলার ফাজিলপুরে অবস্হিত “ফেনী সাউথ ইস্ট ডিগ্রি কলেজ” এর এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন ফাজিলপুরের কৃতি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয় এর অতিরিক্ত সচিব জনাব মোঃ ছায়েদুজ্জামান। তিনি এই কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক ইউ.পি চেয়ারম্যান মরহুম রূহুল আমীন কন্ট্রাক্টর এর ছোট ভাই।
ইতিপূর্বে দেশের সব বেসরকারি স্কুল-কলেজে নতুন করে এডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অধ্যক্ষ বা প্রধান শিক্ষকের নিকট কমিটি গঠনের ও অনুমোদনের আবেদন করার নির্দেশনা দেওয়া হয়েছে। সভাপতি ছাড়াও শিক্ষক ও অভিভাবক প্রতিনিধির নাম পাঠাতে পারবেন প্রতিষ্ঠান প্রধানগন। আওয়ামী লীগ সরকার পতনের পর অধিকাংশ বেসরকারি স্কুল ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আত্মগোপনে চলে যায়। অধিকাংশ সভাপতি ছিলেন আওয়ামী লীগের পদধারী ও দুর্নীতির সঙ্গে জড়িত। জনরোষ থেকে বাঁচতে তারা আত্মগোপনে চলে যান। পরিচালনা পর্ষদের এই অনুপস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে এক ধরনের বিশৃঙ্খলা দেখা যায়। বেতন বিলে কে স্বাক্ষর করবেন, এ নিয়ে সৃষ্টি হয় জটিলতা।
সার্বিক বিবেচনায় ২০ আগস্ট দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতিকে সরিয়ে দেয় অন্তর্বর্তী সরকার।