সজীব ক্যাডেট স্কুল, পাকুল্যা শাখার ২য় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় আজ (মঙ্গলবার) সকালে ১১.০০ সময়। এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইন্জিনিয়ার সজীব সরকার। আরও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সকল ছাএ- ছাএী, অভিভাবকবৃন্দ, শিক্ষক / শিক্ষিকাগণ। অনুষ্ঠানে উপস্থাপন করেন সুরাইয়া সুইটি, মাফিনা দিবা ও সীমা রায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের কো- অডিনেটর মনিরা সিদ্দিকা ছাএ- ছাএীদের দিকনির্দেশনা মূলক কিছু কথা বলেন। সেই সাথে তিনি সজীব শিক্ষা পরিবারের মঙ্গল কামনা করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শিক্ষা হবে আধুনিক, যুগোপযোগী এবং তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ। ছাএ – ছাএীদের মনোজগৎ নিয়ে ভাবছেন তেমনি সজীব ক্যাডেট স্কুল। একজন শিক্ষার্থীকে যোগ্য প্রতিযোগী হিসেবে গড়ে তুলাই আমাদের মূল লক্ষ্য।