তমিজ উদ্দিন চৌধুরী, ফেনী প্রতিনিধি।
ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নে বেসরকারী উন্নয়ন সংস্থা ” ইফসা” এর সৌজন্যে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে কৃষি উপকরণ সহায়তা (বীজ,সার) ও বাড়ির আঙিনায় সবজি চাষ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। ফাজিলপুর ইউনিয়নের ৪০ টি পরিবার এই উপকার সুবিধার অন্তর্ভুক্ত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব প্রদীপ আচার্য, রিসোর্স মবিলাইজেশন অ্যান্ড গ্রান্টস ম্যানেজার, ইপসা।
জনাব মোঃ আহছানুল করিম সোহেল, প্রকল্প পরিচালক, দ্বীপ উন্নয়ন সংস্থা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন- জনাব মোঃ আতিকুর রহমান, কমিউনিটি মবিলাইজার, ইপসা, ফাজিলপুর শাখা। অনুষ্ঠান শেষে উপকার ভোগীদের হাতে সার ও বীজ এর ব্যাগ তুলে দেওয়া হয়।